ছবি : দৈনিক শিক্ষাডটকম
জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এ দেশে স্বাধীনতা এনেছি এবার সংস্কারও আনবো। আমরা একাত্তরে স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। ২৪ এর গণঅভ্যুত্থান কোনোভাবেই ভূলুন্ঠিত হতে দেবো না।
শনিবার রাতে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ৫ম দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওযোয়ান মাঠে এ সব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, দেশ স্বাধীন হয়েছে এক বছর হলো কিন্তু এখনো সংস্কার হয়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এ দেশ পুর্ণগঠন করতে হবে। আমরা স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা আমরাই রক্ষা করবো। এনসিপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়না। সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্যদিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি এবং রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।
এ সময় আরো বক্তব্য দেন, এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সদস্যসচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও শহীদ পরিবারের স্বজনরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে এনসিপির নেতারা পদযাত্রা করে শহরের নওযোয়ান মাঠে সমাবেশে যোগ দেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।