ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে: প্রধান বিচারপতি | বিবিধ নিউজ

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বলেন, ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইতিহাস ছড়িয়ে আছে প্রাচীন স্থাপনায়। তাই ইতিহাসকে বিভিন্নভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

#প্রধান বিচারপতি #শিক্ষা #ইতিহাস

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, ইতিহাসের ভুল-ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে সমৃদ্ধের পথে পরিচালিত করার দুলর্ভ সুযোগ আমাদের সামনে এসেছে। এ জন্য প্রয়োজন আমাদের ঐক্য।

শুক্রবার (২ মে) আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এ ছাড়াও মূল বক্তা ছিলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদকের বক্তব্য দিয়েছেন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম।

প্রধান বিচারপতি বলেন, ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইতিহাস ছড়িয়ে আছে প্রাচীন স্থাপনায়। তাই ইতিহাসকে বিভিন্নভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

ইতিহাসবিদের বলবো আমাদের ঐতিহ্য, গৌরব ও অর্জনকে মাতৃভাষায় প্রকাশ করতে হবে। এবং একইসঙ্গে ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে ভুলত্রুটি চিহ্নিত করে জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#প্রধান বিচারপতি #শিক্ষা #ইতিহাস