ছবি : দৈনিক শিক্ষাডটকম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা চাই সবার কথা বলার পরিবেশ তৈরি হোক। তবে সত্য কথা বলবেন আপনারা। মিথ্যে বা বানিয়ে বলা কথা প্রচার করবেন না।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, অনেকের অ্যাক্রিডেশন কার্ড ছিলো। ছাত্রলীগের ছিলো। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। এতে যতোটা স্বচ্ছতা আনা দরকার চেষ্টা করা হচ্ছে।
২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে। এখানে সরকারের কোনো হাত নেই। এটার জন্য সরকার দায়ী না। আমরা এটা আরো স্বচ্ছভাবে ইনভেস্টিকেট করছি। এই কেসে কাউকে হ্যারাস করা হচ্ছে না।
অনেক সাংবাদিক মিথ্যা প্রচার করছেন। ফেসবুকে লিখছেন, ভাসা ভাসা জেনে লিখছেন। এটা ঠিক না। আমি বলবো আপনারা জেনে লেখেন। আমরা কারো ফেসবুক আইডি খেয়ে দিচ্ছি না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।