ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

কাঠ, ফাইবারগ্লাস ও লোহার উপকরণ দিয়ে নির্মিত ২৭টি ভাস্কর্য এবং ২০টি চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিল্পকর্ম প্রদর্শনী

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট ভাস্কর আমিনুল ইসলাম আশিকের ফেইস অফ লাইফ নামে একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

গতকাল সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ গতকাল সন্ধ্যায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বৃত্ত আর্ট ট্রাস্টের কর্ণধার শিল্পী মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির দেন। এসময় ভাস্কর্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এই প্রদর্শনীতে ভাস্কর আমিনুল ইসলাম আশিকের অনন্য ও সৃজনশীল বেশকিছু শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পীর চিন্তার গভীরতা ও কাজের বিশেষত্ব প্রতিফলিত হয়েছে এসব শিল্পকর্মে। এই প্রদর্শনী শিক্ষার্থী ও নবীন শিল্পীদের অনুপ্রেরণার উৎস হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

কাঠ, ফাইবারগ্লাস ও লোহার উপকরণ দিয়ে নির্মিত ২৭টি ভাস্কর্য এবং ২০টি চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিল্পকর্ম প্রদর্শনী