রাতে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে যা দেখলেন ঢাবি উপাচার্য | বিশ্ববিদ্যালয় নিউজ

রাতে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে যা দেখলেন ঢাবি উপাচার্য

পরিদর্শনকালে কিছু তরুণ-তরুণীকে উদ্যানে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেড়ে দেয়া হয়।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #সোহরাওয়ার্দী উদ্যান #ঢাবি উপাচার্য #শাহরিয়ার আলম সাম্য

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীতসোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার অগ্রগতি দেখার জন্য হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়েছেন।

সোমবার (১৯ মে) রাতে উদ্যান পরিদর্শনকালে তার সঙ্গে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টর, প্রক্টরিয়াল টিম এবং আই-নশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কিছু তরুণ-তরুণীকে উদ্যানে দেখা যায়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেড়ে দেয়া হয়।সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীতসোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীত পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা আজ উদ্যান পরিস্থিতির বেশ কিছু উন্নতি লক্ষ্য করলাম। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এপর্যন্ত ২০টি সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর জন্য কিছু বাতি লাগানো হয়েছে। একইসঙ্গে আমরা এখানে পুলিশের টহল দলকেও দেখতে পেয়েছি। উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তড়িৎ পদক্ষেপ নেয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ করে শাহবাগ থানাকে ধন্যবাদ জানাচ্ছি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও সোহরাওয়ার্দী উদ্যান ও সন্নিহিত এলাকায় পরিদর্শন ও তদারকি কার্যক্রম জোরদার করেছি। এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা শুধু একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমরা আজ উদ্যানে অল্প বয়সী কিছু তরুণ-তরুণীকে পেয়েছি। তাদের অভিভাবকদের সচেতন হওয়ার জন্য বলেছি। সামাজিক সচেতনতা ও সকলের সার্বিক সহযোগিতা ছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুব কঠিন। আমরা সবার সহযোগিতা চাই।

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীতসোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ঢাবি উপাচার্য। ছবি : সংগৃহীত

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #সোহরাওয়ার্দী উদ্যান #ঢাবি উপাচার্য #শাহরিয়ার আলম সাম্য