কাউখালী থানা। ছবি : দৈনিক শিক্ষাডটকম
পিরোজপুরের কাউখালীতে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ৭ ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদেরকে পুলিশ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কৃষি ব্যাংক সড়কের ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিঁড়ির ওপরে বসে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলা অবস্থায় ৭ ছাত্রকে আটক করে পুলিশ। এরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় তাদের ছেড়ে দেয় পুলিশ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক ছাত্রদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।