ছবি : দৈনিক শিক্ষাডটকম
সরকারি চাকরি বদলিযোগ্য হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন শিক্ষক বিশ বছরেরও বেশি সময় ইডেন কলেজে রয়েছেন। দুই/তিন বছর আগে তার কর্কট রোগ শনাক্ত হয়। এরপর তিনি সপরিবারে বিদেশে মাসের মাসের পর মাস থেকে চিকিৎসা নিয়েছেন। পাঠদান ব্যহত হওয়ায় এবং তার চিকিৎসার সুবিধায় সম্প্রতি তাকে ওএসডি করা হয়। কিন্তু এতেই ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের ছাত্রীরা বিভাগের সামনে অবস্থান নিয়েছেন। তাদের শিক্ষক জাকির হোসেনকে ওএসডি করার সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
সোমবার বিকেলে ইডেন মহিলা কলেজে এসব ঘটনা ঘটেছে।
জানা যায়, ১৭ বছর আগেও একবার তাকে বদলি করা হয়েছিলো। তখনও শত শত ছাত্রী তৎকালীন শিক্ষা উপদেষ্টার বাড়ীতে গিয়ে অনশন করেছিলেন, বদলি আদেশ বাতিল করাতে। দাবি আদায়ে বিভাগে তালা মেরে অন্যান্য শিক্ষকদের জিম্মি করে রেখেছিলেন কয়েকঘন্টা।
একাধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তা দৈনিক শিক্ষাকে জানান, জাকির হোসেনের চিকিৎসার সুবিধার জন্য তাকে ওএসডি করা হয়েছে কিন্তু ছাত্রী রহস্যজনক কারণে ঝামেলা করছেন। কত বছর ধরে জাকির হোসেন ইডেন কলেজে আছেন তা শিক্ষা প্রশাসনের কেউ বলতে পারেন না। অনেকেই বলেছেন, টানা ২৫ বছর তো হবেই। যদিও তিন বছরের বেশি এক কর্মস্থলে থাকতে পারেন না প্রজাতন্ত্রের কোনা কর্মচারীই।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।