রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলে সেরা হয়েছে বগুড়া জেলা। এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। বগুড়া জেলা এ বছর এসএসসির ফলে পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ পরীক্ষার্থী। পাসের হারে তলানিতে রয়েছে সিরাজগঞ্জ জেলা।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে চাপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এছাড়া নাটোর জেলায় পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪১ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৮১ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭১০ জন শিক্ষার্থী।
অন্যদিকে সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭১ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এই জেলার শিক্ষার্থীরা পাস ও জিপিএ-৫ এ এগিয়ে। জায়পুরহাট জেলায় পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন শিক্ষার্থী।
জানা গেছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী বসেছিল। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।