বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৭টি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ দেয়া হয়েছে। বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদেরকে পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নতুন পদ ও কর্মস্থলে বদলি করেছে সরকার।
তাদের চলতি মাস জুলাইয়ের ১৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলেছে মাউশি অধিদফতর। এছাড়াও এপ্রিল ও মে মাসের বদলি বা পদায়ন তালিকা থেকে চার কর্মকর্তার বদলি আদেশ বাতিল করা হয়েছে।
কে কোন প্রতিষ্ঠানে অধ্যক্ষ বা কোন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হলেন দেখুন-
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের পরিসংখ্যানে অধ্যাপক মো: ইফতেকার আলী (০৩৪৯) (ওএসডি মাউশি অধিদপ্তর, ঢাকা) হয়েছেন ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের দর্শনের অধ্যাপক ( ওএসডি মাউশি অধিদপ্তর, ঢাকা) মো: আজহারুল ইসলাম ভূঁইয়া (২৭১৩) হয়েছেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজ,চাঁদপুর এর অধ্যক্ষ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গণিতের অধ্যাপক মো: আনোয়ার হোসেন মৃধা (৭৬৩৭) হয়েছেন ঢাকার শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ (ওএসডি, মাউশি) ইতিহাস বিভাগের অধ্যাপক মো: আনোয়ার হোসেন (৭৮৩৬) গেছেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) ময়মনসিংহে।
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের দর্শনের অধ্যাপক মো: ফরহাদ আলী (৩৩৭১)(ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) অধ্যক্ষ হয়েছেন শ্রীবরদী সরকারি কলেজে।
আনন্দমোহন সরকারি কলেজ, ময়মনসিংহের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক মোহা: সাকির হোসেন (৭৮৮৬) (ওএসডি, মাউশি অধিদপ্তর,ঢাকা) উপাধ্যক্ষ হয়েছেন আনন্দমোহন সরকারি কলেজে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্তকৃত হিাসাববিজ্ঞান বিষয়ের অধ্যাপক মো: আবদুছ ছাত্তার মিয়া (১৬৬৮) অধ্যক্ষ হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, রাজবাড়ী দর্শন বিভাগের অধ্যাপক এ,কে,এম, ইকরামুল করিম (১৬৯৬) হয়েছেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ।
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা) মো: হাবিবুর রহমান (২৫৮৮) উপাধ্যক্ষ হয়েছেন রাজবাড়ী সরকারি কলেজে।
চট্টগ্রামের হাজী মুহম্মমদ মহসিন সরকারি কলেজের অর্থনীতির অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী (৯৪৫১) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) অধ্যক্ষ হয়েছেন পটিয়া সরকারি কলেজের।
সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক গোলাম আহমদ খান (৪১৫১) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) অধ্যক্ষ হয়েছেন মুরারী চাঁদ সরকারি কলেজে।
শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক খালিদা ইয়াসমিন (০৫৩২) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) উপাধ্যক্ষ হয়েছেন সরকারি ইডেন মহিলা কলেজে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক ড. মহিউদ্দিন মো:শাহজাহান ভূঁইয়া (৭৭০৬) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা ) হয়েছেন (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) সংযুক্ত: অধ্যক্ষ, জনাব আলী সরকারি কলেজ, বানিয়াচং, হবিগঞ্জ।
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমান বিহারী রায় (৪২৫৫) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) সংযুক্ত: অধ্যক্ষ,ছাতক সরকারি ডিগ্রি কলেজ, ছাতক, সুনামগঞ্জ।
বরগুনা সরকারি কলেজ, বরগুনার উপাধ্যক্ষ হিসাববিজ্ঞানের অধ্যাপক মো: আসাদুজ্জামান (৮৭৯৯) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) সংযুক্ত: অধ্যক্ষ, সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, পাথারঘাটা, বরগুনা।
মাদারীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অধ্যাপক মো: লিটন মোল্যা (১৮৭০) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) সংযুক্ত: অধ্যক্ষ, সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজ, ডাসার, মাদারীপুর।
বগুড়া সরকারি কলেজের দর্শনের অধ্যাপক ড. প্রণবানন্দ সাহা (৯১৩০) (ওএসডি, মাউশি অধিদপ্তর) উপাধ্যক্ষ হয়েছেন পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজে।
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান (১৫৮২৩)(ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) সংযুক্ত: উপাধ্যক্ষ সভার সরকারি কলেজ, সাভার।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ব্যবস্থাপনার অধ্যাপক মো: সোলাইমান (৭৫৮৯) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) সংযুক্ত: অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।
চট্টগ্রামের সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনার অধ্যাপক মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী (৩২৭৫) অধ্যক্ষ হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণীবিদ্যার অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা (৮৭৭৮) (সংযুক্ত:ইডেন মহিলা কলেজ, ঢাকা) হয়েছেন লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দর্শনের অধ্যাপক মো: আহসান পারভেজ (৩১৭১ ) হয়েছেন সিলেট দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ।
সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ বাংলার অধ্যাপক ড. মো: মিজানুর রহমান (৬৩২৩) হয়েছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ।
সরকারি তিতুমীর কলেজের দর্শনের অধ্যাপক মালেকা আক্তার বানু (২২৯৪) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) হয়েছেন ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ।
ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের ইসলাম শিক্ষার অধ্যাপক আবু ইউসুফ মো: শহীদুল্লাহ্ (২০৪৩)(ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) অধ্যক্ষ হয়েছেন গফরগাঁও সরকারি কলেজের।
(ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা)
বরিশালের সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টির্চাস ট্রেনিং কলেজের ইতিহাসের (টিটিসি সহযোগী অধ্যাপক )মোসাম্মৎ শওকত আরা বেগম (২০৬৮১)উপাধ্যক্ষ হয়েছেন একই প্রতিষ্ঠানে।
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বাংলার অধ্যাপক মো: আমজাদ হোসেন (৫৭৫১) অধ্যক্ষ হয়েছেন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের।
খাগড়াছড়ির মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনোবিজ্ঞানের অধ্যাপক মোঃ রাসেল মাহমুদ হাসান (২৬৭৮) (ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা) হয়েছেন অধ্যক্ষ: শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা (প্রেষণ)।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ মে ২০২৫ খ্রিষ্টাব্দের প্রজ্ঞাপনের ক্রমিক ৪-এর কর্মকর্তা আবু ইমাম মো. রাশেদুন্নবী (৫৩৯৯), ৮ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দের প্রজ্ঞাপনের ক্রমিক ৯-এর কর্মকর্তা ড. মো: কালিমুল্লাহ (১০৯৪৮), ১৮ ই মে ২০২৫ খ্রিষ্টাব্দের অনুচ্ছেদ ০২ এর কর্মকর্তা ড. মুহম্মদ আলাউদ্দিন খান (৯৪৭২) ও মেহেরুন নেছা (৭৭০২) এর বদলি/পদায়ন সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।