শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটা টিম তদন্তে গিয়েছিলো রাজধানীর তেজগাঁও কলেজে। পরিদর্শন, তদন্ত ও অনুসন্ধান ---এ তিনটির কোনোটিতে অভিজ্ঞ নন ডিআইএর এই টিম। তবে, তদন্ত শুরুর আগেই ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই টিমের বিরুদ্ধে। টিমের সদস্যরা একে অপরকে দুষছেন। একজন বলছেন ১০ টাকা যিনি নিয়েছেন তিনি আর ডিআইএতে নেই। নানা অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে নাম না প্রকাশের শর্তে তেজগাঁও কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন ঘুষ দেওয়ার তথ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে। তাদের চাহিদামতো প্রতিবেদন না দিলে তারা তথ্য ফাঁস করে দেবেন।
গত ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেই বিতর্কিত ও ঘুষকাণ্ডে অন্যতম অভিযুক্ত যুগ্ম-পরিচালক আবুয়াল কায়সারকে বদলির তথ্য জানা যায়। ১০ লাখ টাকা ঘুষের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর ডিআইএর যুগ্ম-পরিচালকের দায়িত্ব পান সরকারি কলেজের শিক্ষক আবুয়াল কায়সার। পদায়ন পাওয়ার পরই তিনি ঘুষে মনোনিবেশ করেন। ঘুষ নিয়ে তৎকালীন পরিচালকের সঙ্গে দ্বন্দ্বেও জড়ান। সেই পরিচালককেও বদলি করা হয় ঢাকার বাইরের একটি সরকারি হয়।
জানা যায়, টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের (মির্জাপুর সরকারি কলেজ) অধ্যক্ষকে ফোন করে অশালীন কথাবর্তা বলেন আবুয়াল কায়সার। চাপ দিয়ে ঘুস নিতে তাকে গোপনে দেখা করার প্রস্তাবও দেন কায়সার।
সেই কল রেকর্ড দৈনিক শিক্ষাডটকম-এ ফাঁস হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আবুয়াল। বদলি করতে বাধ্য হয় সরকার। যদিও তার কঠোর শাস্তি দাবি করে আসছেন শিক্ষা ক্যাডার সদস্যরা।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।