জুলাই আন্দোলনে ভূমিকা না থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জুলাই উদযাপনে কর্মসূচিতে বিবর্তন সংসদ নামের একটি সংগঠনকে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করেছে জুলাই আন্দোলনে অবদান রাখা বিশ্ববিদ্যালয়ের অন্য সাংস্কৃতিক সংগঠনগুলো।
সংগঠনগুলোর অভিযোগ, ছাত্রদলের কালচারাল সংগঠন হওয়ায় বিবর্তন সংসদকে কর্মসূচিতে রাখা হয়েছে। এছাড়া গত জুলাই আন্দোলনে ছাত্রদলের সাংস্কৃতিক সংগঠন বিবর্তনের অবদান না থাকলেও তাদের দুটি কর্মসূচির দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনে অংশ নেয়া অনেক সংগঠন দায়িত্ব পায়নি।
জানা যায়, জুলাই আন্দোলনে ঢাকা-আরিচা মহাসড়কে গান, নাচ, নৃত্য, নাট্যাভিনয়, কেউ কবিতা আবৃত্তি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের টিএসসিভুক্ত সংগঠন থিয়েটার, ধ্বনি, জলসিঁড়িসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। অভ্যুত্থানের এক বছর পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাইয়ের স্মরণ ও ফ্যাসিস্টের পতন উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলমকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার আকতারুজ্জামানকে সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানসূচির বিজ্ঞপ্তি দেন রেজিস্ট্রার। তবে অভিযোগ উঠেছে, এ বিজ্ঞপ্তিতে আন্দোলন চলাকালে সাংস্কৃতিক পরিবেশনায় অবদান রাখা সংগঠনগুলোর নাম কোনো কর্মসূচিতে উল্লেখ করে দেয়া হয়নি। কিন্তু আন্দোলনের সময়ে কার্যক্রম ছিল না এমন সংগঠন বিবর্তনকে দেয়া হয়েছে দুদিনের কর্মসূচির দায়িত্ব।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা বলছেন, ছাত্রদলের সাংস্কৃতিক সংগঠন বিবর্তন। অভ্যুত্থানের সময় এর দেখা ছিল না। অভ্যুত্থানের পর কিছুদিন আগে বিএনপিপন্থি কয়েকজন শিক্ষকের তত্ত্বাবধানে নতুন কমিটি দেয়া হয়।
জুলাই আন্দোলন চলাকালে কোন অবদানের জন্য বিবর্তন সংসদকে অতিরিক্ত কর্মসূচির দায়িত্ব দেয়া হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, জুলাই উদ্যাপন কমিটি আমাকে যে তালিকা দিয়েছে আমি তাতে স্বাক্ষর করে বিজ্ঞপ্তি দিয়েছি। এ বিষয়ে তাদের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা আমি জানি না। তবে কমিটির সদস্য জামাল উদ্দিন রুনু স্যার আমাকে এটি সংশোধনের জন্য জানিয়েছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।