গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর ৮ মাস পরেও শাপলা চত্বরে আলেমদের ওপর চালানো গণহত্যার বিচার শুরু না হওয়ায় প্রশ্ন তুলছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। স্বাধীন তদন্ত কমিশন গঠন করে গণহত্যার নির্দেশদাতা, নেপথ্যের কারিগর ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (৫ মে) সকালে রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে রাতের আঁধারে অসংখ্য আলেমকে খুন করা হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যা সংঘটিত হলেও এখনও বিচারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার না হওয়ায় আন্দোলনের নায়ক হাসনাত আব্দুল্লার ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তা ভয়াবহ ইঙ্গিত দেয়। এ জন্য পিলখানা হত্যাকাণ্ড, ২৮ ফেব্রুয়ারি প্রতিবাদকারীদের গুলি করে হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান তিনি।
মহানগর সেক্রেটারি আনিসুর রহমান বলেন, আমরা শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতীয় ফ্যাসিবাদ ও আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান হবে না।এ সময় আরও বক্তব্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।