বৃহস্পতিবার (১ মে) বেরোবির অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চ্যুয়াল ক্লাসরুমে ‘গণঅভ্যুত্থানত্তোর আলাপচারিতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। শহীদ আবু সাঈদ প্রবেশ করেছে এক অবিনশ্বর জীবনে।
আবু সাঈদের জীবনদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা। আবু সাঈদের মধ্যে একটা ইচ্ছা ছিলো। সেটা নিজের জন্য নয় বরং সামষ্টিক, এই সামষ্টিক অভিপ্রায়টাই ছিলো গণঅভ্যুত্থান।’
এসময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘মৃত্যুর সামনে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত ছবি পৃথিবীর ইতিহাসে বিরল।
শহীদ আবু সাঈদের কর্ম ও চিন্তা সারা পৃথিবীতে অমর হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।