ছবি : দৈনিক শিক্ষাডটকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন বলেছেন, বিপ্লব সফল না হলে তুমি মাহফুজ উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার ভাব ফ্যাসিবাদী মতো।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে পাঁচটায় অবস্থান কর্মসূচি চলাকালে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
ড. রইছ উদ্দীন বলেন, বৈষম্যহীন দেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালাতে পারে না এর বিচার করতে হবে।
আরো পড়ুন : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা
উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই উপদেষ্টা ছাত্রদের কাতারে একজন।
তিনি আরো বলেন, কারো শক্তি নেই আমাদের বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার।
দাবি মেনে নিলে দুই মিনিটের মধ্যে আমরা ক্যাম্পাসে চলে যাবো।
প্রসঙ্গত, টানা দুই দিন চার দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন চলছে।
চলমান আন্দোলন বেগবান করতে ক্যাম্পাস থেকে বাসে করে কাকরাইল মোড়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ টি বাসে শিক্ষক-শিক্ষার্থীরা এসেছেন।
এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দেন। টানা ৩০ ঘন্টা দাবি আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। এদিন বৃষ্টিতে ভিজেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।