বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক | ফিচার নিউজ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মেহেদীর দাবি, ওই তরুণী তার স্ত্রী। ২০১৯ খ্রিষ্টাব্দে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন।

#ছাত্রী #ধর্ষণ #বিশ্ববিদ্যালয় #পুলিশ

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (৪ মে) রাতের মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক মেহেদী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভুক্তভোগী তরুণী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। গতকাল রাত ৯টার দিকে মেয়েটি মেরাদিয়ায় মেহেদীর বাসায় যান। পরে তরুণী অভিযোগ করেন মেহেদী তাকে ধর্ষণ করেছেন। এলাকার লোকজন জড়ো হয় ওই বাসায়। পরে পুলিশ এসে মেহেদীকে আটক করে থানায় নিয়ে যায়।

তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন, তারা একে অন্যের বন্ধু। গতকাল দু’জন বাইরে ঘোরাঘুরি করেন। পরে মেহেদীর সঙ্গে ওই বাসায় যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

তবে মেহেদীর দাবি, ওই তরুণী তার স্ত্রী। ২০১৯ খ্রিষ্টাব্দে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন।

[inside-ad-২] খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন বলেন, তরুণী বিয়ে অস্বীকার করছেন। তার অভিযোগের ভিত্তিতে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

#ছাত্রী #ধর্ষণ #বিশ্ববিদ্যালয় #পুলিশ