আমার পকেটে আহলে হাদীসের ২ কোটি ভোট : রহমতুল্লাহ
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। জাতীয় সংসদে তিনি দাবি করেছেন, তাঁর পকেটে এই সংগঠনের ২ কোটি ভোট। একই সঙ্গে জাতীয় সংসদে আহলে হাদীসের প্রায় ৩০ জন এমপি রয়েছেন বলেও জানান তিনি। যদিও অনেকে পরিচয় দেন না বলে উল্লেখ করেন রহমতুল্লাহ।
মঙ্গলবার জাতীয় সংসদে