প্রশ্ন ফাঁস ও ভর্তি জালিয়াতির সংকটে দেশ
ছাত্রজীবনের কথা। একদিন কয়েক বন্ধু মিলে বার্ষিক পরীক্ষার আগে এক স্যারের কাছে গিয়ে ভয়ে ভয়ে বললাম, স্যার, আপনার বিষয়টি কঠিন লাগছে, একটু যদি সাজেশন দিতেন। অমনি উনি হাঁক ছাড়লেন, কই রে করিম (কর্মচারী) কোথায় গেলি, আলমারির ভেতর প্রশ্ন আছে, এদের দিয়ে দে। দেরি না করে সালাম দিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম..