সনদ জালিয়াতি করে স্ত্রীকে নিয়োগ, প্রধান শিক্ষক বরখাস্ত
স্ত্রীকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিতে এমন কোনো জালিয়াতি নেই যা তিনি করেননি। সার্টিফিকেট জালিয়াতি, নিয়োগ বোর্ডের রেজুলেশন জাল, রেজুলেশনে ঘষামাজা করে পদের নাম পরিবর্তন, ভুয়া নিয়োগপত্র, তথ্য গোপন করে মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিওভুক্ত) করানো—আরও যা যা লাগে তিনি করেছেন।
যশোরের চৌগাছায় এবিসিডি