চার পদে নিয়োগ দেবে পিএমখালী আদর্শ দাখিল মাদরাসা
সরকারি বিধিমোতাবেক পি.এম.খালআদর্শ দাখিল মাদরাসায় শূন্য/সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর - ১ জন, নৈশপ্রহরী -১ জন, পরিচ্ছনতাকর্মী-১ জন, আয়া- ১ জন নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি সত্যায়িত ছবিসহ সভাপতি/সুপার বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে।