পরীক্ষা দেয়ার দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন
পরীক্ষা দেওয়ার দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ, অবস্থান ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন।