যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয়, তারা কি মানবাধিকার শেখাবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কোনো চাপের মুখে কখনো নতি স্বীকার করেনি, করবেও না। আর মানবাধিকার আমাদের শিখাতে আসবে কারা? যারা খুনিদের আশ্রয় দেয়, যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয়, ছাত্রছাত্রী মারা যায়, রাস্তাঘাটে পুলিশ গলায় পাড়ায়ে মেরে ফেলে, তো তারা আমাদের কি মানবাধিকার শেখাবে?