উচ্চশিক্ষায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক - Dainikshiksha

উচ্চশিক্ষায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক |

উচ্চশিক্ষা উন্নয়নে ১০ কোটি মার্কিন ডলার ঋণ পেতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমিনুর রশীদ, ইউজিসির সদস্যসহ শিক্ষা সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, উচ্চশিক্ষার উন্নয়নে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট শীর্ষক এটিই প্রথম প্রকল্প। এটি বাস্তবায়িত হবে ডিএলআই পদ্ধতিতে। অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের পারফরমেন্সের ওপর ভিত্তি করে অর্থছাড় দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দেয়া এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে সরকারকে পরিশোধ করতে হবে।

চুক্তি শেষে কাজী শফিকুল আযম বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ীই সহায়তা পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা খাতে ভবিষ্যতে সেক্টর  কর্মসূচি (বড় কর্মসূচি) হাতে নেয়ার লক্ষ্য রয়েছে। যদিও বর্তমানে স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষায় সেক্টর কর্মসূচি চালু রয়েছে।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রকল্পটির বাস্তবায়ন করবে। চলতি বছরের জুলাই থেকে ২০২১ সালের জুন মাসের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ড. জাহিদ হোসেন বলেন, বিশ্বব্যাংক শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমাদের মোট ৯১০ কোটি মার্কিন ডলারের পোর্টফোলিও রয়েছে। এর মধ্যে ১৯ শতাংশই হচ্ছে শিক্ষা খাতে। আগে প্রাথমিক ও মাধ্যমিকে সহায়তা করলেও বর্তমানে উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা ও সকল শিক্ষায় সহায়তা বাড়ানো হয়েছে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0068089962005615