ওরিয়েন্টেশন ক্লাসেই আইডি কার্ড পাবেন জবি শিক্ষার্থীরা দৈনিক শিক্ষা

ওরিয়েন্টেশন ক্লাসেই আইডি কার্ড পাবেন জবি শিক্ষার্থীরা

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৯তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। এদিন সকালে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস। বিশ্ববিদ্যালয়ের আসার প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক ই-ইমেল পাবেন নবীন শিক্ষার্থীরা।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৯তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। এদিন সকালে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস। বিশ্ববিদ্যালয়ের আসার প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক ই-ইমেল পাবেন নবীন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য ও জবি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাসেই অর্থাৎ বিশ্ববিদ্যালয় দিবসের দিন সকালেই আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়া হবে। উপাচার্যের ইচ্ছাতেই এটা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই যেনো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ব্যবহার করতে পারেন সেজন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আগে আইডি কার্ড বা ই-মেইল পেতে দেরি হতো। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দিনেই এগুলো পাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে ই-মেইল ও আইডি নম্বর সব বিভাগেই পাঠানো হয়েছে। কিছু বিভাগে আইডি কার্ডও পাঠানো হয়েছে। সব বিভাগেই রোববারের মধ্যে আইডি কার্ডও পৌঁছে যাবে।

ওরিয়েন্টেশন ক্লাসেই প্রাতিষ্ঠানিক ই-মেইল ও আইডি কার্ড পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে নবীন শিক্ষার্থী উসমান বলেন, আগে জানতাম আইডি কার্ড পেতে দেরি হয়। ই-মেইল পেতে আবেদন করা লাগে। কিন্ত এবার আমাদের প্রথম দিনেই দেয়া হবে। খুবই ভালো লাগছে। কোনো বিপদে পড়লেও আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ব্যবহার করতে পারবো।