করোনা শনাক্তের ৭৭ শতাংশ রোগীই ঢাকার বাসিন্দা - দৈনিকশিক্ষা

করোনা শনাক্তের ৭৭ শতাংশ রোগীই ঢাকার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কমেছে। তবে মৃত্যু কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ২৯১। গত ২৪ ঘণ্টায় মোট শনাক্তের ৭৭ শতাংশ রোগী রাজধানী ঢাকার বাসিন্দা।

সব মিলিয়ে দেশে মোট করোনা সংক্রমিতদের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮-তে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। আগের দিন এ সংখ্যা ছিল ৫। করোনায় মোট ২৮ হাজার ১৬ জন প্রাণ হারালেন। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ২৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনা সংক্রমিতদের মধ্যে মোট ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন সুস্থ হয়ে উঠলেন। বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি নমুনা পরীক্ষাগারে ২০ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। করোনা সংক্রমিতদের মধ্যে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

৭৯ শতাংশ রোগী ঢাকায় :গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২১৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১২ জন। অর্থাৎ শনাক্তের হার ৭৬ দশমিক ৫৩ শতাংশ। এর পর পর্যায়ক্রমে রাজশাহীতে ২৪ জন, চট্টগ্রামে ১৬, খুলনা ও রংপুরে ৮ জন করে, সিলেটে ২ জন এবং ময়মনসিংহে ১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বরিশালে করোনা সংক্রমিত কোনো রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে ১ জন করে করোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর বাইরে দেশের অন্য কোনো বিভাগে করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি। মৃত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন রয়েছেন। তাদের মধ্যে ৪ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0068600177764893