ছেলের বাড়ির কাজ দেখে প্রিন্সিপালকে হুমকি, বাবা গ্রেফতার - দৈনিকশিক্ষা

ছেলের বাড়ির কাজ দেখে প্রিন্সিপালকে হুমকি, বাবা গ্রেফতার

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : স্কুল থেকে ছেলেকে দেয়া বাড়ির কাজের পরিমাণ দেখে বিরক্ত হয়েছিলেন বাবা। ঠিক করেছিলেন, প্রিন্সিপালকে কল করে শিক্ষিকার বিরুদ্ধে নালিশ করবেন। দেখা গেল, বাড়ির কাজ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে শাস্তি পেলেন অভিভাবকই। তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ।

মার্কিন সংবাদ মাধ্যম টুডে ডট কমের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে। সেখানকার কার্মার এলিমেন্টারি স্কুলের এক ছাত্রের বাবা অ্যাডাম সিজমোর। ছেলের বাড়ির কাজের পরিমাণ দেখে তিনি প্রথমে ছেলের স্কুলে কল দেন এবং প্রিন্সিপাল জেসন মার্জকে পদক্ষেপ নিতে বলেন। ব্যবস্থা না নেয়ায় তিনি প্রিন্সিপাল জেসনকে হুমকিও দেন। এরপর স্কুলের পক্ষ থেকে তার কলের জবাব না দিলেও তিনি অনবরত তা দিতেই থাকেন।     

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্কুল থেকে কোনও রকম সাড়া না পেয়ে সিজমোর স্থানীয় অক্সফোর্ড থানায় কল করতে শুরু করেন। এক ঘণ্টায় ১৮ বার কল করেছিলেন তিনি। পরে একটি ভয়েস মেসেজে সিজমোরকে বলতে শোনা যায়, এরপর তিনি আর কল করবেন না। পুলিশ প্রধানকেই তার বাড়িতে এসে দেখা করে যেতে হবে।

অক্সফোর্ড থানার পক্ষ থেকে বলা হয়েছে, পুরো ব্যাপারটাই একটু বিরক্তিকর ছিল। স্বাভাবিক কাজকর্মে বিঘ্নও ঘটাচ্ছিল। তা ছাড়া সিজমোরের সন্তান এমন বেশি বাড়ির কাজ দেয়া হয়নি, যা নিয়ে এত বড় কাণ্ড তার ঘটাতে হবে। তাই সিজমোরকে গ্রেফতার করা হয়।

এদিকে টুডে ডট কমকে সিজমোর বলেন, ‘আমার স্ত্রী নেই। আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। তাদের বড় করার পথে আমার যেটা ভাল মনে হয়েছে, আমি সেটাই করেছি।’ তবে শেষ পর্যন্ত সিজমোর তার ভুল বুঝতে পেরেছেন।  তিনি বলেছেন, ‘মানুষ মাত্রই তো ভুল হয়।’

 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0062160491943359