জাল শিক্ষকের এমপিও বাতিল, আট বছরের বেতন ফেরতের নির্দেশ - দৈনিকশিক্ষা

জাল শিক্ষকের এমপিও বাতিল, আট বছরের বেতন ফেরতের নির্দেশ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

শিক্ষক নিবন্ধন সনদ জাল করে শিক্ষকতা করছিলেন রাউফুন নাহার। বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। জাল সনদ দিয়ে নিয়োগ পেয়ে ২০১৪ খ্রিষ্টাব্দে তিনি এমপিওভুক্তও হয়েছিলেন। কিন্তু অবশেষে ধরা পড়েছেন তিনি। তার এমপিও বাতিল করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। একইসঙ্গে ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে আট বছরের বেশি সময় ধরে ওই শিক্ষকের নেয়া বেতনের টাকা সরকারি কোষাগারে জমা নেয়ার ব্যবস্থা করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে। জাল শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করতে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে। 

সম্প্রতি জাল সনদে কর্মরত থাকা ট্রেড ইন্সট্রাক্টর রাউফুন নাহারের বিষয়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলেছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। গত মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়।

গত ৩০ এপ্রিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে, শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে কর্মরত ট্রেড ইন্সট্রাক্টর (পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং) মোছা. রাউফুন নাহার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে বেতন উত্তোলন করার কারণে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিও চূড়ান্তভাবে বাতিল এবং ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে বেতন ভাতা বাবদ নেয়া টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিভাগকে জানাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে। একইসঙ্গে রাউফুন নাহারের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষিকা রাউফুন নাহারের এমপিও বন্ধের নির্দেশের বিষয়ে আমরা জেনেছি। তবে, এ সংক্রান্ত একটি রিট চলমান আছে। 

জানা গেছে, মো. ইউসুফ আলী জাল সনদধারী শিক্ষক রাউফুন নাহারের নিয়োগের সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন। জাল সনদ নিয়ে রাউফুন নাহার কিভাবে শিক্ষক পদে নিয়োগ পেলেন জানতে চাইলে অধ্যক্ষ আরো বলেন, ২০১৪ খ্রিষ্টাব্দে সনদ যাচাই করা এখনকার মতো সহজ ছিলো না। তাই না বুঝেই নিয়োগ দেয়া হয়েছে। আবার ওই সনদ দিয়ে এমপিওভুক্তিও হয়েছে। অধিদপ্তরও বুঝতে পারেনি তার সনদ জাল। তবে, তার বেতনভাতা বন্ধের ব্যবস্থা আমরা করেছি। 

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জাল সনদধারী ট্রেড ইন্সট্রাক্টর রাউফুন নাহার দৈনিক শিক্ষাডটকমের কাছে দাবি করেন, একজন ভুল করে অভিযোগ দিয়েছে তাই আমার সনদ জাল বলা হচ্ছে। তার শিক্ষক নিবন্ধন সনদ সঠিক বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিয়ে রিট করেছি। এ সংক্রান্ত কাগজও মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0064728260040283