জিপিএ-৫ পাওয়ার খবর জেনে যেতে পারল না আফসানা - দৈনিকশিক্ষা

জিপিএ-৫ পাওয়ার খবর জেনে যেতে পারল না আফসানা

সিলেট প্রতিনিধি |

করোনা পরিস্থিতির কারণে এবার ফলাফল ঘোষণা নিয়ে উৎসবের আমেজ ছিল না সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে। হাতে গোনা যে কজন শিক্ষার্থী আসে বিদ্যালয়ে, তাদের মধ্যেও অনেকের মন ছিল ভারাক্রান্ত। তাদের সহপাঠী আফসানা হাবিব এবার জিপিএ-৫ পেয়েছে। কিন্তু এ খুশির খবরটি শুনে যেতে পারল না সে। গত ২৫ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যায় আফসানা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে ফলাফল ঘোষণার পর আফসানাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন বিদ্যালয়ের শিক্ষক ও আফসানার সহপাঠীরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম বলেন, আফসানার পরীক্ষার ফল দেখে আরও খারাপ লেগেছে। মনের অজান্তে চোখের পানি চলে আসে। আফসানা মেধাবী শিক্ষার্থী ছিল। ছোট্ট জীবনে বড় অর্জনটি সে দেখে যেতে পারেনি।  

আফসানার সহপাঠী শামিমা আক্তার বলেন, ‘আমরা একই বিভাগে ছিলাম। আজ ক্যাম্পাসে এসে মনের অজান্তেই তাকে খুঁজে বেড়িয়েছি। পরে মনে পড়ল সে আর আমাদের মাঝে নেই। এরপর শিক্ষকেরা তার ফলাফল ঘোষণা করেছেন। আফসানা জিপিএ-৫ পেয়েছে। কিন্তু তাকে কীভাবে অভিনন্দন জানাব। তার কোনো ঠিকানা তো আমাদের কাছে নেই।’

আফসানা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রসুলপুর গ্রামের আহসান হাবিব ও সাজেদা আলীর দম্পতির বড় মেয়ে। আহসান বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ জন্য পরিবার নিয়ে তিনি সিলেট নগরের মিরাবাজার এলাকায় বসবাস করেন।

আহসান বলেন, গত ২৩ নভেম্বর তাঁর মেয়ের পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পরই সে বলেছিল জিপিএ-৫ পাবে। ২৪ নভেম্বর সকালের পর হঠাৎ বমি করতে থাকে। সন্ধ্যার দিকে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বলেছিলেন, বদহজমের কারণে এমনটি হতে পারে। ওষুধপত্রসহ স্যালাইন দেওয়ার জন্য বলা হয়। ২৫ নভেম্বর সকালে মেয়েকে কিছুটা সুস্থ দেখাচ্ছিল। পরে বিকেলের দিকে ফোনে খবর পান, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাড়ি ফিরে দেখেন আফসানার শ্বাসকষ্ট হচ্ছে। সে তখন কথাও বলতে পারছিল না। সঙ্গে সঙ্গে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0055079460144043