ঢাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেয়ার দাবি ছাত্র ফ্রন্টের - দৈনিকশিক্ষা

ঢাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেয়ার দাবি ছাত্র ফ্রন্টের

ঢাবি প্রতিনিধি |

স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার(১২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।

এর আগে গত বৃহস্পতিবার হল খোলা না রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায় ঢাবি কর্তৃপক্ষ। এতে বিষয়টি নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, এমন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। কারণ, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সশরীরে কম বিরতিতে এমনকি একই দিনে দুটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা বা হল খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়নি।

তারা আরও বলেছে, সম্পূর্ণ বিশৃঙ্খল ও অসংগতিপূর্ণ উপায়ে অনলাইন ক্লাসগুলো নেওয়া হয়েছে। অবকাঠামোগত সমস্যা, নেটওয়ার্ক ও ডিভাইসজনিত সমস্যার কারণে বেশির ভাগ শিক্ষার্থীই অনলাইনে ক্লাস করতে পারেননি।

বেশির ভাগ ডিপার্টমেন্টেই হয়তো পাঠ্যক্রম সম্পূর্ণ করা হয়নি বা একদম তড়িঘড়ি করে সম্পূর্ণ করা হয়েছে, যা বেশির ভাগ শিক্ষার্থীর বোধগম্য হয়নি। প্রশাসন শিক্ষার্থীদের কোনো সুবিধা দেয়নি। কিছু সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখন পর্যন্ত দিতে পারেনি।

এসময় শিক্ষার্থীদের মতামত নিয়ে সমস্যাগুলো যাচাই করে ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও হল খুলে দেওয়ার জন্য প্রস্তুতি সাপেক্ষে রূপরেখা হাজির করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ফ্রন্ট।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0069568157196045