তৃতীয় দিনে বহিষ্কার ৬ শিক্ষক ও ৫২ পরীক্ষার্থী, অনুপস্থিত সাড়ে ২১ হাজার - দৈনিকশিক্ষা

এসএসসি ও সমমানতৃতীয় দিনে বহিষ্কার ৬ শিক্ষক ও ৫২ পরীক্ষার্থী, অনুপস্থিত সাড়ে ২১ হাজার

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : এসএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মঙ্গলবার সারা দেশে ৫২ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৬ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। আর সারাদেশে অনুপস্থিত ছিলেন ২১ হাজার ৬২৩ জন পরীক্ষার্থী।

এসএসসির তৃতীয় দিনে মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩৪ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৬ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় সারাদেশে ১০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫৬ হাজার ২৫৫ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৪৫ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী। 

এদিন ঢাকা বোর্ডের ৫ জন, কুমিল্লা বোর্ডের ১২ জন, বরিশাল বোর্ডের ৮ জন, দিনাজপুর বোর্ডের ৪ জন ও ময়মনসিংহ বোর্ডের ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর শুধু  কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

এ দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৭৯৯ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ২৯৮ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ২০২ জন, যশোর বোর্ডের ১ হাজার ২৩০ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ১৩৩ জন, সিলেট বোর্ডের ৬৪৯ জন, বরিশাল বোর্ডের ৬৯৭ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ১৩০ জন ও ময়মনসিংহ বোর্ডের ৬৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

 এদিকে দ্বিতীয় দিনে দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৫৯০ জন। সারা দেশের ৭১৮টি কেন্দ্রে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৪৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩৯ হাজার ৮০৮ জন। 

এদিকে দ্বিতীয় দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪১ জন। 

জানা গেছে, সারা দেশের ৭০৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১ লাখ ২১ হাজার ১১২ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৮ হাজার ৮৭১ জন। 

আগামী বৃহস্পতিবার সকালে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলের গণিত ও এসএসসি ভোকেশনালের আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBEকরতে ক্লিক করুন।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0035619735717773