দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে পড়ার সুযোগ - দৈনিকশিক্ষা

দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে পড়ার সুযোগ

দৈনিকশিক্ষা ডেস্ক |

প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার সুযোগ দিচ্ছে সে দেশের সরকার। গ্লোবাল কোরিয়া স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপটির মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও অংশ নেওয়া দেশের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য।

স্কলারশিপটির আওতায় বিনা মূল্যে স্নাতকোত্তরের পাশাপাশি রয়েছে পিএইচডি এবং রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ। এ বছর মোট ১ হাজার ৩০০ শিক্ষার্থী এর আওতাভুক্ত হবেন। গ্লোবাল কোরিয়া স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে বৃত্তি নিয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তার একটি তালিকা পেয়ে যাবেন।

স্কলারশিপের সময়সীমা

• স্নাতকোত্তর প্রোগ্রাম: ৩ বছরের এই প্রোগ্রামে ১ বছর থাকছে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স ও ২ বছর একাডেমিক প্রোগ্রাম।
• পিএইচডি প্রোগ্রাম: ৪ বছরের এই প্রোগ্রামে ১ বছর থাকছে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স ও ৩ বছর একাডেমিক প্রোগ্রাম।
• রিসার্চ প্রোগ্রাম: ৬-১২ মাস। উল্লেখ্য, রিসার্চ প্রোগ্রামের জন্য স্কলারদের টিওপিআইকে লেভেল ৫ বা ৬ হলে তাঁকে কোরিয়ান ভাষার কোর্স করতে হবে না। যদি এখানে কোরিয়ান ভাষা শেখার ৬ মাসের মধ্যে আপনার স্কোর ৫ বা ৬ হয়, তাহলে আর ভাষার কোর্স সম্পন্ন করতে হবে না। ২০২৪ সালের মার্চ মাস থেকে সরাসরি একাডেমিক কোর্স শুরু করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ

• সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে।
• স্বাস্থ্যবিমার সুবিধা।
• যাওয়া-আসার বিমান টিকিট দেওয়া হবে।
• আবাসন ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেওয়া হবে।
• মাসিক ভাতা দেওয়া হবে।
• রিসার্চ প্রোগ্রামের জন্য আলাদা সহায়তা দেওয়া হবে। লিবারেল আর্টস ও সোশ্যাল সায়েন্সের জন্য প্রতি সেমিস্টারে ২ লাখ ১০ হাজার ওন এবং ন্যাচারাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রতি সেমিস্টারে ২ লাখ ৪০ হাজার ওন দেওয়া হবে।
• বিনা মূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ।

আবেদনের যোগ্যতা

• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
• রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদনকারীকে বৃত্তির আওতাভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণপত্র পেতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। ন্যূনতম ৮০ শতাংশ নম্বর পেতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বয়স ছাড় পাবেন।
• শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

• জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি।
• অ্যাপ্লিকেশন ফরম।
• মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও  মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র।
• একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
• ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট (যদি থাকে)।
• দুটি সুপারিশপত্র।
• সিভি।
• রিসার্চ প্রপোজাল।
• ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট।
• স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন প্রক্রিয়া

গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। চাইলে কোরীয় দূতাবাস থেকেও আবেদন করা যায়।

আবেদনের শেষ সময় একেক বিশ্ববিদ্যালয়ে একেক রকম। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। 

অফিসিয়াল ওয়েবসাইট: https:/ /gksscholarship.com/2023/02/20/global-korea-scholarship-gks-2023

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0048060417175293