দল বিরোধিতা কর‌লেও ইভিএম চান রওশন এরশাদ - দৈনিকশিক্ষা

দল বিরোধিতা কর‌লেও ইভিএম চান রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক |

জাতীয় পা‌র্টি (জাপা) ইলেক্ট্রনিক ভো‌টিং মে‌শি‌নে (ইভিএম) নির্বাচ‌নের বিরোধিতা কর‌লেও সমর্থন ক‌রে‌ছেন দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ। থাইল্যান্ডে চি‌কিৎসাধীন বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদ ভিডিওবার্তায় বলেন, সারাবিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। ইভিএমে ভোট হলেও নির্বাচন করব।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে জাপার ‘সম্মেলন প্রস্তুতি কমিটির’ সংবাদ সম্মেলনে এই ভি‌ডিওবার্তা প্রচার করা হয়।

গত ৩০ আগস্ট থাইল্যান্ড থে‌কে চি‌ঠি‌তে জাপার কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। য‌দিও এ‌কে অবৈধ বলছেন জি এম কা‌দে‌রের নেতৃত্বাধীন জাপার নেতারা। রওশন এরশাদ ঘো‌ষিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য স‌চিব গোলাম মসীহ সংবাদ সম্মেলনে তা‌দের লক্ষ্য-উদ্দেশ্য তু‌লে ধ‌রেন। 

তিনি জানান, চল‌তি মা‌সেই দে‌শে ফির‌বেন রওশন এরশাদ। আগামী মা‌সে হ‌বে জাপার দশম কাউন্সিল। হু‌সেইন মুহাম্মদ এরশা‌দের জাতীয় পা‌র্টিকে স‌ঠিক প‌থে ফি‌রি‌য়ে ঐক্যবদ্ধ কর‌তেই কাউন্সিল আহ্বান ক‌রে‌ছেন রওশন এরশাদ।  

ব্যাংককের হাসপাতা‌লে ধারণ করা ভিডিওবার্তায় রওশন বলেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়। এখন আমরা ফাইভ-জি ব্যবহার করছি। তাহলে এতে মানা কোথায়? যারা নির্বাচনে জিতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যারা হেরে যায়, তারা ব‌লে কারচু‌পি হ‌য়ে‌ছে। অবশ্যই ইভিএমের মাধ্যমে নির্বাচন করব।  

রওশন এরশাদ জানান তিনি এখন অনেকটা সুস্থ। অক্টোবরে দেশে ফিরবেন। আগামী‌তে ভা‌লো নির্বাচন হ‌বে ব‌লে আশাবাদ জা‌নি‌য়ে তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার জন্য যারা কাজ করবে, তারা জিতে আসবে। দেশবাসী নিশ্চয়ই ভালো থাকবে নির্বাচনে।

এদিকে, শুরু থেকেই জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ঘোর বিরোধিতা করে আসছে। ই‌ভিএম সমর্থন ক‌রে রওশন এরশা‌দের বক্তব্যকে ব্যক্তিগত অভিমত ব‌লে আখ্যা দি‌য়ে‌ছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক। 

বি‌রোধীদলীয় নেতার বক্তব্যের প্রতি‌ক্রিয়ায় তি‌নি ব‌লে‌ছেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সিদ্ধান্ত নিয়েই ইভিএমের বিরোধিতা করে‌ছে। দ‌লের অন্য কেউ ভিন্ন কথা বল‌লে, তা তাঁর ব্যক্তিগত মতামত। 

জি এম কা‌দের জাপার চেয়ারম্যান হওয়ার পর দল থে‌কে বহিষ্কৃত, বাদ পড়া এবং নিষ্ক্রিয়দের ফেরাতে ব‌লেন রওশন এরশাদ। গত মা‌সে চি‌ঠি দি‌য়ে জি এম কা‌দের‌কে একই ‘নির্দেশনা’ দেন তিনি। ত‌বে তা‌তে পাত্তা দেয়‌নি জাপা। 

সংবাদ সম্মেলনে জাপার সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন, কাজী মামুনুর রশীদ, সা‌বেক ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম, সা‌বেক যুগ্ম মহাস‌চিব ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁ‌দের কেউ এখন জাপার প‌দে নেই। 

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.00667405128479