নিখোঁজ ছাত্রকে খুঁজে পেতে পরিবারের সংবাদ সম্মেলন দৈনিক শিক্ষা

নিখোঁজ ছাত্রকে খুঁজে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুরে নিখোঁজ ৯ম শ্রেণির মাদরাসাছাত্র রফিকুল ইসলামকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

মাদারীপুরে নিখোঁজ ৯ম শ্রেণির মাদরাসাছাত্র রফিকুল ইসলামকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মাদারীপুর নতুন শহর এলাকার সাংবাদিক অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ রফিকুল ইসলাম (২২) শরীয়তপুরের সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবলনগর বক্তারকান্দি গ্রামের মাওলানা আব্দুল জলিল বক্তারের ছেলে ও নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শনগর এলাকার জামেয়া তালিমিয়া মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।

রফিকুলের বড়ভাই মুফতি তাজুল ইসলাম ফারুকী লিখিত বক্তব্যে বলেন, গত পহেলা সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বোনের বাসা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদরাসার উদ্দেশ্যে বের হয় রফিকুল। পরে আর কোন হসিদ পাওয়া যায়নি তার। পরিবারের সঙ্গেও কোন যোগাযোগ করেনি রফিকুল।

এরপর ১৮ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন তাজুল ইসলাম। কিন্তু রফিকুলকে উদ্ধারে কোন সহযোগিতা করেনি পুলিশ। পরে বাধ্য হয়ে মাদরাসাছাত্রকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুলের বাবা মাওলানা আব্দুল জলিল বক্তার, রফিকুলের দুলাভাই আব্দুল হাসিবসহ অনেকেই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদরাসাছাত্র রফিকুলকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে দ্রুত রফিকুলকে উদ্ধারে ব্যবস্থা নেবে পুলিশ।