প্রাথমিক শিক্ষক নেতাদের মধ্যে হইচই, উত্তেজনা - দৈনিকশিক্ষা

প্রাথমিক শিক্ষক নেতাদের মধ্যে হইচই, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক |

উপজেলা পর্যায়ে কমিটি নিয়ে প্রাথমিকের ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রেড পরিবর্তনের দাবিতে আন্দোলন নামতে রোববার (৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতাদের সঙ্গে এমন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। 

সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক মাঠপর্যায়ের নেতারা একটি কমিটি নিয়ে প্রশ্ন তোলেন। মাঠ পর্যায়ের শিক্ষক নেতারা অভিযোগ করেন, ‘উপজেলা পর্যায়ের একটি কমিটি দিয়েছেন একজন নেতা। সে কমিটিতে যোগ্যরা স্থান পাননি।’ এ নিয়ে মাঠপর্যায়ের নেতারা হট্টোগোল শুরু করেন।

পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় নেতারা তাদের বারবার শান্ত হওয়ার অনুরোধ জানালেও প্রতিবাদের আওয়াজ আরও বাড়তে থাকে। এ পর্যায়ে নীতিনির্ধারকদের মধ্যে কেউ কেউ আসন ছেড়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

এসময় সংগঠনের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন, ‘আমাদের পদ-পদবি নিয়ে আন্দোলন নয়, গ্রেড বৈষম্যের নিরসনের একদফা দাবি নিয়ে মাঠে নামতে চাই। মাঠ পর্যায়ে কেউ কেউ নিজেদের মতো কমিটি গঠন করে এসব দ্বন্দ্ব তৈরি করছেন। এসব সমস্যা উপজেলা পর্যায়ে নিরসন করতে হবে।’

তিনি বলেন, আমরা ১৪টি সংগঠন মিলে কেন্দ্রীয় কমিটি গঠন করলেও সেখানে কোনো দ্বন্দ্ব নেই, আর আপনারা একই উপজেলা থেকে পদ নিয়ে শৃঙ্খলা সৃষ্টি করছেন।

পরে হট্টগোলের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়। এর আগে ঐক্য পরিষদের নেতারা ঘোষণা করেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে বেতন বৈষম্য নিরসন তথা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবি মেনে নেয়া না হলে আগামী ১৪ অক্টোবর ২ ঘণ্টা, ১৫ অক্টোবর ৩ ঘণ্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর নিজ বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। আগামী ২৩ অক্টোবর মহাসমাবেশ করবেন শিক্ষকরা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের আহবায়ক আনিসুর রহমান, প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব শামসুদ্দিন মাসুদ, মুখপাত্র বদরুল আলম, প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা, নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ সরকারসহ অনেকে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032820701599121