বই বিতর্কের পর এবার গাড়ি অপব্যবহারের অভিযোগ - দৈনিকশিক্ষা

বই বিতর্কের পর এবার গাড়ি অপব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |

অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পিছু ছাড়ছে না। যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রধান। মন্ত্রণালয়ের বই কেনাকাটায় নিজের লেখা ২৯টি বই যুক্ত করার অভিযোগ নিয়ে চারদিকে যখন হৈচৈ অবস্থা, তখন নতুন মাত্রা যুক্ত হয়েছে সরকারি গাড়ি অপব্যবহার নিয়ে। বলা হচ্ছে, তিনি এবং তার সহধর্মিণী পরিবহণ পুল থেকে প্রশাসনিক কাজের নামে দুটি গাড়ি রিকুইজিশন দিয়ে ব্যবহার করছেন। এর ফলে এই গাড়ির পেছনে প্রতিমাসে সরকারের বিপুল অর্থের অপচয় হচ্ছে, যা প্রকান্তারে দুর্নীতির শামিল।

সোমবার দিনভর গাড়ি অপব্যবহারের অভিযোগ ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মুখে মুখে। তারা বলেন, শুধু ২৯টি বই তালিকাভুক্ত করার গুরুতর অনিয়ম নিয়ে তদন্ত হলে হবে না, তাদের গাড়ি অপব্যবহারের বিষয়টিও তদন্ত হতে হবে। সরকারের সুদমুক্ত ঋণে স্বামী-স্ত্রী দুটি গাড়ি কেনার পরও কেন তারা পরিবহণ পুল থেকে গাড়ি এনে কোথায় কী কারণে ব্যবহার করেছেন, সেটিরও যথাযথ তদন্ত হতে হবে। তারা বলেন, কেনাকাটা থেকে ২৯টি বই যুক্ত করার প্রস্তাব বাতিল করা কোনো শাস্তি নয়। এ ধরনের অনৈতিক ও অযৌক্তিক প্রস্তাব কীভাবে শাখা থেকে উপস্থাপন করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত অনুমোদন পেল, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। নবীরুল ইসলামের সহধর্মিণীও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত। তারা মনে করেন, জনপ্রশাসন থেকে তদন্ত হলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কমিটি গঠন ছাড়া নিয়মবহির্ভূতভাবে এ ধরনের কেনাকাটা এবং গাড়ি অপব্যবহারের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। ফলে দুর্নীতি দমন কমিশন তদন্ত/অনুসন্ধান করলে প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। কমিশন নিরপেক্ষভাবে তদন্ত করলে দায়-দায়িত্ব নির্ধারণ করাও সহজ হবে। এ বিষয়ে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ক্ষমতা অপব্যবহার মানেই দুদকের তফসিলভুক্ত অপরাধ। দুদক চাইলে এটি তদন্ত করার সিদ্ধান্ত নিতে পারে।

 আরও পড়ুন : জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার তালিকায় এক সচিবের ২৯ বই

প্রসঙ্গত, বই পড়ার মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান-বিজ্ঞানে আরও সমৃদ্ধ করতে গত অর্থবছরের শেষদিকে ৯ কোটি ৫৪ লাখ টাকার বই কেনার বরাদ্দ প্রস্তাব চূড়ান্ত করে। বইপত্র ও সাময়িকী খাতের এই টাকা থেকে ৪৯২টি উপজেলা কার্যালয়ের জন্য দেড় লাখ টাকা, ৬৪ জেলা প্রশাসক  

ও ৮ বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য ৩ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। তবে শুধু বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়, এই বরাদ্দ থেকে বই কিনতে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকাও পাঠানো হয়। যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের লেখা বইয়ের সংখ্যা ছিল ২৯টি।

 আরও পড়ুন : অতিরিক্ত সচিবের ২৯ বই : বিতর্কিত সেই তালিকা বাতিল

এদিকে উত্থাপিত দুটি অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সোমবার সকালে অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের সঙ্গে তার দপ্তরে গিয়ে সরাসরি যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোনো মন্তব্য করতে চাননি। এ সংক্রান্ত কোনো প্রশ্নের তিনি উত্তর দিতে নারাজ। এক পর্যায়ে তিনি বলেন, ‘এখন এ বিষয়ে কোনো কথা বলবেন না। কয়েকদিন পর সবিস্তারে বলবেন।’ সরকারের সুদমুক্ত ঋণের টাকায় ২টি গাড়ি কেনার পরও কেন তিনি এবং তার সহধর্মিণী পরিবহণ পুলের ২টি গাড়ি ব্যবহার করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝে মধ্যে প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হয়। এটি নিয়মের মধ্যেই আছে।’

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037398338317871