বাজেটে সরকারিকরণের ঘোষণা না থাকায় হতাশ বাকশিস-বিপিসি - দৈনিকশিক্ষা

বাজেটে সরকারিকরণের ঘোষণা না থাকায় হতাশ বাকশিস-বিপিসি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজটে ও বাজেট বক্তৃতায় শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের কোনো ঘোষণা না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা। তারা বলছেন, শিক্ষাখাতে সরকারি বেসরকারি যে বৈষম্য আছে তা দূর করতে চলতি মেয়াদের শেষ অর্থবছরের বাজেটে সরকারিকরণের ঘোষণা আশা করেছিলেন শিক্ষকরা। কিন্তু বাজেট বক্তৃতায় সে বিষয়ে কোনো মন্তব্যও না থাকায় শিক্ষকরা হতাশ হয়েছেন। নেতারা বাজেটে সরকারিকরণের বরাদ্দ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে সংগঠন দুইটির কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে অনুষ্ঠিত এক সভায় বাকশিস-বিপিসি নেতারা এসব কথা বলেন।

সভায় প্রধান অলোচক ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ড. এ কে এম আব্দুল্লাহ, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল, অধ্যাপক জহির উদ্দীন আযম ও অধ্যক্ষ নজরুল ইসলাম। 

আলোচকরা ব্যক্ত করে বলেন, স্বাধীনতা অর্জনের ৫২ বছর অতিক্রান্ত হলেও আজও শিক্ষাব্যবস্থায় ব্যাপক বৈষম্য রয়েছে। শিক্ষা গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে অতীতে বাজেটে সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের জন্যে শিক্ষাখাতে কিছু কিছু বরাদ্দ থাকতো।

আমাদের প্রত্যাশা ছিলো সেই ধারাবাহিকতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে সরকারিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে এবারো প্রয়োজনীয় আর্থিক বরাদ্ধ থাকবে। কিন্তু এই বাজেটে সে ধরনের কোনো বরাদ্দ বা কোনো পরিকল্পনার উল্লেখ নেই। এ জন্যে নেতারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করার দাবি জানান। 

জানতে চাইলে ওই সভার প্রধান আলোচক, অধ্যক্ষ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান রোববার দুপুরে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের আশা ছিলো শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য বাজেটে বরাদ্দ থাকবে। কিন্তু তা হয়নি। এ বিষয়ে ‘ব্যবস্থা নেয়া হচ্ছে বা চিন্তাভাবনা চলছে’ বলেও কোনো আশ্বাস বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মহোদয় দেননি। যা বেসরকারি শিক্ষকদের হতাশ করেছে। আমরা চাই সরকার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়টি পুনর্বিবেচনা করুক।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE করতে ক্লিক করুন।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.025710821151733