বুয়েটে আন্দোলনের জেরে ছাত্রলীগ নেতার সিট বাতিল করলো প্রশাসন - দৈনিকশিক্ষা

বুয়েটে আন্দোলনের জেরে ছাত্রলীগ নেতার সিট বাতিল করলো প্রশাসন

দৈনিক শিক্ষাডটকম,ঢাবি |

দৈনিক শিক্ষাডটকম,ঢাবি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার ক্যাম্পাসে রাজনীতির সঙ্গে জড়িতদের বহিষ্কারসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ এবং  আগামী ৩০ ও ৩১ তারিখ ক্লাস বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 

এ ঘটনায় জেরে রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৯ মার্চ) বুয়েটের উপাচার্যের নির্দেশক্রমে রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১. বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম (স্টুডেন্ট নং ২১০৪১৪১)-এর হলের সিট বাতিল করা হলো।

২. এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্ম/সেমিস্টার ফাইনালসহ সকল একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য শিক্ষার্থীদরে অভিযোগ, গত ২৮ মার্চ রাত ১টার দিকে বুয়েটে একটি বিশেষ রাজনৈতিক ছাত্র সংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এসেছেন এবং তারা ক্যাম্পাসের মূল গেট দিয়ে ভেতরে ঢোকেন। রাত সাড়ে ১০টার পর যেখানে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে পারে না, সেখানে রাজনৈতিক বহিরাগতরা কীভাবে ঢুকলো?” এমন প্রশ্ন তাদের।

তাদের অভিযোগ, বিপুলসংখ্যক বহিরাগত মিছিলের মতো করে হাতে ফুলের তোড়া নিয়ে ক্যাম্পাসে ঢোকে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের চিনতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। যেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুজন বর্তমান শিক্ষার্থী– ২১ ব্যাচের ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি ও ১৭ ব্যাচের হাসিন আজফার পান্থকে পদায়ন করা হয়। এদের মধ্যে পান্থকে তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। আর  রাব্বি কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। 

ছাত্র রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার ক্যাম্পাসে রাজনীতির সঙ্গে জড়িতদের বহিষ্কারসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ এবং  আগামী ৩০ ও ৩১ তারিখ ক্লাস বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 

এ ঘটনায় জেরে রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ।
   
শুক্রবার (২৯ মার্চ) বুয়েটের উপাচার্যের নির্দেশক্রমে রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ
১. বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম (স্টুডেন্ট নং ২১০৪১৪১)-এর হলের সিট বাতিল করা হলো।

২. এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্ম/সেমিস্টার ফাইনালসহ সকল একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য শিক্ষার্থীদরে অভিযোগ, গত ২৮ মার্চ রাত ১টার দিকে বুয়েটে একটি বিশেষ রাজনৈতিক ছাত্র সংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এসেছেন এবং তারা ক্যাম্পাসের মূল গেট দিয়ে ভেতরে ঢোকেন। রাত সাড়ে ১০টার পর যেখানে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে পারে না, সেখানে রাজনৈতিক বহিরাগতরা কীভাবে ঢুকলো?” এমন প্রশ্ন তাদের।

তাদের অভিযোগ, বিপুলসংখ্যক বহিরাগত মিছিলের মতো করে হাতে ফুলের তোড়া নিয়ে ক্যাম্পাসে ঢোকে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের চিনতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। যেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুজন বর্তমান শিক্ষার্থী– ২১ ব্যাচের ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি ও ১৭ ব্যাচের হাসিন আজফার পান্থকে পদায়ন করা হয়। এদের মধ্যে পান্থকে তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। আর  রাব্বি কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0035688877105713