বয়স জটিলতায় ভর্তি নিয়ে অনিশ্চয়তা - দৈনিকশিক্ষা

বয়স জটিলতায় ভর্তি নিয়ে অনিশ্চয়তা

নড়াইল প্রতিনিধি |

নড়াইলে বয়স জটিলতায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের সুযোগ পাচ্ছে না পঞ্চম শ্রেণি উত্তীর্ণ অসংখ্য শিক্ষার্থী। যেসব শিক্ষার্থীর বয়স জন্মসনদে ১১ বছরের কম রয়েছে তাদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ নেই। ফলে অসংখ্য শিক্ষার্থীর ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসের জন্য মনোনীত হওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনলাইনে ভর্তির আবেদনের জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে গেলে যাদের বয়স ১১ বছরের কম তাদের নাম সফটওয়্যার নিচ্ছে না। ফলে অনেকেই পরে সমস্যা হয় কিনা- সে ভয়ে আবেদন করছে না। সংশ্নিষ্ট মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা। অনেকে সংশ্নিষ্ট পৌরসভা এবং ইউনিয়নে বয়স সংশোধনের চেষ্ট করেও পারেনি।

নড়াইল শহরের মিতা ফটোস্ট্যাটের মালিক হাফিজুর রহমান জানান, তার দোকানে রোববার পর্যন্ত ২২ শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করতে এসেছে, যাদের বয়স ১১ বছরের কম। কিন্তু সফটওয়্যারে তাদের নাম না নেওয়ায় তারা ফিরে গেছে।

অভিভাবক প্রভাষক কল্যাণ দাস জানান, তার সন্তান কনিস্ক কল্যাণ দাস এ বছর পঞ্চম শ্রেণি পাস করেছে। এখন অনলাইনে ভর্তির আবেদন করতে গেলে ১১ বছর পূর্ণ না হওয়ায় আবেদন করা যাচ্ছে না। প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ জেনেশুনে প্রথম শ্রেণিতে ভর্তি করলেও কখনও কোনো সংশোনী বা সমস্যার কথা বলেনি। এখন সে যদি ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে না পারে তাহলে এ দায় কার।

নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিপুল পাঠক বলেন, এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ষষ্ঠ শ্রেণিতে ১১ বছর বয়স বেঁধে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি সারাদেশে একই সমস্যা তৈরি হয়েছে। শুনেছি অনেকেই বয়স পরিবর্তন করে অনলাইনে ভর্তির আবেদন করছে। বয়স সংশোধনের সুযোগ এলেও আসতে পারে, দেখা যাক কী হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২০০৯ সাল থেকে জন্মসনদ অনুযায়ী ছয় বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তির নিয়ম চালু হয়। এর কম বয়সে যদি কোনো স্কুল ভর্তি করে তাহলে বুঝতে হবে এখানে সংশ্নিষ্ট শিক্ষা কর্মকর্তা বা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু করণীয় নেই।

জেলা শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান বলেন, বর্তমানে জাতীয় নীতিমালা অনুযায়ী ১১ বছর পূর্ণ হলেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। কিন্তু যেসব শিক্ষার্থীর বয়স ১১ বছর পূর্ণ হয়নি তাদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা- এ প্রশ্নে তাদের কাছে অন্য কোনো নির্দেশনা নেই বলে জানান।

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0057399272918701