মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ড শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ড শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী। যা বিগত যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ।

শুক্রবার সকাল ১০টায় দেশের ৫৭টি ভেন্যুতে পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা চলে ১১টা পর্যন্ত। ১৮টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজে ১৯টি কেন্দ্রের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এবারের এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী।

এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছেন ৬১ হাজার ৬৭৮ জন প্রার্থী। মেডিকেল কলেজের একটি আসনের বিপরীতে ৩৩ জন করে প্রার্থী অংশ নিয়েছেন। যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে মন্ত্রী কেন্দ্রে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে মিডিয়া ব্রিফিং করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো। পরীক্ষার প্রশ্নপত্র মানসম্পন্ন হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। পরীক্ষা নিয়ে কোনো কোনো মহল প্রপাগান্ডা ছড়াতে তৎপর থাকতে পারে। এ ব্যাপারে শিক্ষার্থীসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র বহনকারী গাড়িটিও আমরা ডিজিটাল মনিটরিংয়ের আওতায় রেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রশ্নফাঁস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার আগেই আমরা সেরকম দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। অভিভাবকদের শুধু এটুকু বলতে চাই, তারা যেন বাইরের কোনো উসকানিতে কান না দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোরতার মাধ্যমে এই পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করবে।’ 

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0062930583953857