মেডিক্যাল ভর্তি পরীক্ষার পাস নম্বর বাড়তে পারে - দৈনিকশিক্ষা

মেডিক্যাল ভর্তি পরীক্ষার পাস নম্বর বাড়তে পারে

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাস নম্বর বাড়িয়ে ৫০ করা হতে পারে। এমন প্রস্তাব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে সরকারি মেডিক্যালে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হতে পারে। এছাড়া ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিতব্য সভায় পাস নম্বর বাড়ানো এবং সরকারি মেডিক্যালে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটার প্রস্তাব উপস্থাপন করা হতে পারে বলে জানায় সূত্র।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এমবিবিএসের একাডেমিক পরীক্ষায় পাস নম্বর ৬০। মেডিক্যালে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা যেন এর সাথে অভ্যস্ত হতে পারে, সেজন্য ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৫০ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়গুলো মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করবো।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0096800327301025