শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ শুরু রোববার - দৈনিকশিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ শুরু রোববার

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

আগামী রোববার (৩ সেপ্টেম্বর) থেকে চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ শুরু করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ২০২৩ খ্রিষ্টাব্দের এ জরিপে প্রাথমিকোত্তর সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ইংলিশ মিডিয়াম স্কুল, বিশ্ববিদ্যালয় ও শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর তথ্য এন্ট্রির নির্দেশ দেয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। আগামী রোববার থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের ২১ জেলার তথ্য এন্ট্রি শুরু হচ্ছে।

সম্প্রতি এ জরিপে তথ্য এন্ট্রির নির্দেশনা প্রকাশ করেছে ব্যানবেইস। নির্দেশনা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইসের সার্ভারে এন্ট্রি দিতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।

জানা গেছে, আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য এন্ট্রির সুযোগ পাবে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ২১টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য এন্ট্রি করা যাবে। আর ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য এন্ট্রির সুযোগ দেয়া হবে। 

ব্যানবেইস জানিয়েছে, শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন। শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাপকদের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা এসডিজি-৪ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতসহ শিক্ষা ক্ষেত্রে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে প্রতিবছর দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যানবেইস প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এ বছর দেশের সব প্রাথমিককোত্তর শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে। 

ব্যানবেইসের পরিচালক মো. কায়ছার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় আরো বলা হয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইসের সার্ভারে অন্তর্ভুক্ত না হলে সঠিক সময়ে বাংলাদেশে এডুকেশন স্ট্যাটিস্টিকস্ ও এসডিজি-৪ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন প্রকাশসহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুত করতে বিলম্ব হয় এবং ইগভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স ও অন্যান্য আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান নিচে পড়ে যায় ও দেশের সুনম ক্ষুণ্ন হয়।  

তাই নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ব্যানবেইসের সার্ভারে পাঠানো নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়েছে নির্দেশনায়। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0076839923858643