শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু - দৈনিকশিক্ষা

শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু

শরিয়তপুর প্রতিনিধি |

মাদক মুক্ত বাংলাদেশ গড়তে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সে সিদ্ধান্ত বাস্তাবায়ন শুরু হয়েছে। কলেজে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি–বেসরকারি কলেজ। কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

এর আগে গত ৩১ মে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ও নির্দিষ্ট সময় পর পর তা পুনঃপরীক্ষার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সে নির্দেশনা বাস্তাবায়নের চিঠিটি পাওয়ার পর ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শরীয়তপুরের কলেজগুলোতে। 

শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয় সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানায়, ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর মাদকের ডোপ টেস্ট করার কথা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভর্তি হতে আসা সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বিভাগ থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে ভর্তির অন্যান্য কাগজের সঙ্গে তা জমা দিতে হবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ জানান, সরকারি বা সরকার স্বীকৃত যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডোপ টেস্ট করা যাবে। রক্ত ও ইউরিন পরীক্ষায় মাদকের উপস্থিতি জানা যাবে। শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সময় স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক সহযোহিতা করবে। কারও শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেলে চিকিৎসাসহায়তাও করা হবে।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য তারা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছেন। ডোপ টেস্টের মাধ্যমে জানতে পারবেন, কোনো শিক্ষার্থী মাদকে আসক্ত হয়েছে কি না। যারা মাদকাসক্ত চিহ্নিত হবে, তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেয়া হবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। মাদকের থাবায় অনেক মেধাবী মুখ ঝরে পরার ঘটনা অহরহ ঘটছে। তাঁদের মাদক থেকে দূরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান বলেন, তরুণ ও কিশোরেরা শিক্ষাঙ্গনে অনেক বিপথগামীর পাল্লায় পড়ে মাদক নেয়। যার প্রভাব পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। কলেজে প্রবেশের সময়ই যদি ডোপ টেস্টের মাধ্যমে চিহ্নিত করা যায়, কেউ মাদকে আসক্ত কি না, সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া যায়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পুলিশ যৌথভাবে কাজ করে মাদক নির্মূল করতে হবে।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত  আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে, এ সিদ্ধান্ত বাস্তাবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছিল। তবে, এর আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করেছিল। কিন্তু সে সুপারিশ অনুসারে নির্দেশনা জারি করা হলেও তা বাস্তবায়ন হয়নি। 

দেশের মাদকসেবী দিন দিন বাড়ছে। শিক্ষার্থীরাও মাদকে ঝুঁকে পড়ছে। এতে অনেকেরই শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন। কেউ কেউ মাদক না পেয়ে নিজ পরিবারের সদস্যদের হত্যা করতে দ্বিধা করছে না। কোনো কোনো শিক্ষার্থী ছিনতাই, চুরি ও চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। কেউ কেউ অকালে কারাগারে দিন কাটাচ্ছে। এতে দেশে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের শিক্ষা খাতে। মাদকের কারণে দেশের ভবিষ্যৎ অনেক শিক্ষার্থীর জীবন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। তাই, ছাত্রজীবন থেকে যাতে সবাই মাদকের বিষয়ে সচেতন হয় এ জন্য সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডোপ টেস্ট চালু হলে এ বিষয়ে সবার সচেতনতা বাড়বে।

স্বারষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভায় সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত ছিল, সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপটেস্ট বাধ্যতামূলক করতে হবে এবং একটি নির্দিষ্ট সময় পরপর তা পুনঃপরীক্ষা করতে হবে। সভার এ সিদ্ধান্তের কথা কথা ১১ মার্চ চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে জানিয়েছিল স্বারষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপর গত ২৪ মে ফের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কাছে সে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন চেয়েছে জননিরাপত্তা বিভাগ। 

মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, সে প্রেক্ষিতে গত ৩১ মে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়নে চিঠি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভার কার্যবিবরনীতে উল্লেখিত ‘সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপটেস্ট বাধ্যতামূলক করতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর তা পুন:পরীক্ষা করতে হবে’ সিদ্ধান্তটি বাস্তবায়ন পূর্বক তার অগ্রগতির প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গত ৩১ মে স্বাক্ষরিত চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। 

এদিকে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আদেশ জারি করা হয়েছে। চিঠিটি কারিগরি শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে জননিরাপত্তা বিভাগকে জানাতে বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0084919929504395