সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সূচি দৈনিক শিক্ষা

সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ১২ নভেম্বর দুপুর আড়াইটায় শুরু হবে এবং ২২ নভেম্বর এ পরীক্ষা  শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবেনা। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় এমন ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদেরকে স্ব-স্ব কলেজের অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

উল্লিখিত সময়সূচিতে কোন প্রকার অসংগতি থাকলে তা সময়সূচি প্রকাশের পরপরই নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।