সোশ্যাল মিডিয়ায় নজরদারিতে শিক্ষক-কর্মচারীরা - দৈনিকশিক্ষা

সোশ্যাল মিডিয়ায় নজরদারিতে শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক |

সরকারি চাকরিজীবীদের মতো এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সোশ্যাল মিডিয়ার কর্মকা- নজরদারিতে আনতে মনিটরিং কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৭ অক্টোবর অধিদপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে তিনিটি মনিটরিং টিম গঠন করা হয়।

মনিটরিং কমিটি গঠনের অফিস আদেশে জানানো হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২০ সালের ৭ মের পরিপত্র মোতাবেক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্দেশনাগুলো বাস্তবায়ন করছেন কি না, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হলো।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যায়ের মনিটরিং টিম : ছয় সদস্যের মনিটরিং টিমের সভাপতি হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। সদস্যদের মধ্যে রয়েছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক এবং পরিচালক (প্রশিক্ষণ)। টিমের সদস্য সচিব হবেন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইএমডি) ও উপপরিচালক (সংস্থাপন)।

বিভাগীয় পর্যায় : ছয় সদস্যের মনিটরিং টিমের বিভাগীয় পর্যায়ের মনিটরিং টিমের সভাপতি হবেন বিভাগীয় উপপরিচালক। সদস্যদের মধ্যে রয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (বিভাগীয় সদর জেলা), পিটিআই সুপারিনটেনডেন্ট, (বিভাগীয় সদর পিটিআই), কম্পিউটার সায়েন্স বিষয়ের ইন্সট্রাক্টর, (বিভাগীয় সদর পিটিআই) ও উপজেলা শিক্ষা অফিসার (বিভাগীয় সদর উপজেলা)। টিমের সদস্য সচিব সহকারী পরিচালক/শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট বিভাগ)।

জেলা পর্যায় : জেলা পর্যায়ের ছয় সদস্যের মনিটরিং টিমের সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা)। সদস্যদের মধ্যে রয়েছেন পিটিআই সুপারিনটেনডেন্ট (সংশ্লিষ্ট জেলা সদরে অবস্থিত পিটিআই), কম্পিউটার সায়েন্স বিষয়ের ইন্সট্রাক্টর (সংশ্লিষ্ট জেলা সদরে অবস্থিত পিটিআই), উপজেলা শিক্ষা অফিসার (সদর উপজেলা শিক্ষা অফিস), ইউআরসি ইন্সট্রাক্টর (সদর উপজেলা রিসোর্স সেন্টার) ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সদর উপজেলা শিক্ষা অফিস)। টিমের সদস্য সচিব সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা)।

কার্যপরিধি : মনিটরিং টিমের কার্যপরিধি হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণপূর্বক কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২০ সালের ৭ মের পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সেটা পর্যবেক্ষণ ও বাস্তবায়নও করবে মনিটরিং কমিটি।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040791034698486