স্কুল-কলেজে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা : মাউশি মহাপরিচালক - দৈনিকশিক্ষা

স্কুল-কলেজে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা : মাউশি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক |

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে দেশের সব স্কুল-কলেজ। স্বাস্থ্যবিধি মেনে চলবে শিক্ষা কার্যক্রম। তবে ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে টিফিন খেতে পারবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মউশি) অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। 

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে করোনা পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণ বিষয়ক মতবিনিময় সভায় সিলেটের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মাউশি মহাপরিচালক বলেন, শিক্ষার্থীরা বাসা থেকে টিফিন করে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠানে তারা টিফিন খেতে পারবে না। প্রতিষ্ঠান শুধু খাবার পানি সরবরাহ করবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে অভিভাবকরা ভিড় না করেন এবং শিক্ষার্থীরা স্কুলে টিফিন না খায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে তাকে যেন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো না হয়। এছাড়া শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন। করোনা পরিস্থিতির মাঝে কোনো শিক্ষার্থী যাতে ঝুঁকিতে না পড়ে এবং রোববার সকালে এসে শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্লাস করতে পারে সেদিকে যত্নশীল হতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান তিনি।

এর আগে সকালে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003803014755249