হল না খুলেই সাত কলেজে পরীক্ষা : বিপাকে শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

হল না খুলেই সাত কলেজে পরীক্ষা : বিপাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |

আবাসিক হল না খুলে আবারও পরীক্ষা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী সোমবার (৪ অক্টোবর) থেকে অধিভুক্ত এসব কলেজের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) চূড়ান্ত পরীক্ষা হবে। হল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের অনেক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন তারা বাড়িতে অবস্থান করছেন। এখন ঢাকায় এসে মেস ভাড়া করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া মেস ভাড়া করে থাকার সামর্থ্য অনেকেরই নেই। এমন পরিস্থিতিতে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য গত ৩০ সেপ্টেম্বর থেকে আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। হলে যেহেতু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা থাকছেন সেহেতু অনার্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সিটে শুধু পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে থাকতে পারবেন বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এদিকে ঢাবি অধিভুক্ত বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি অনার্সের শিক্ষার্থীদের জন্যও হল খুলে দিয়েছে কর্তৃপক্ষ। হল খুলে দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ৷

তবে আবাসিক হল না খোলায় ভোগান্তির কথা জানিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, পরীক্ষা শুরুর আর একদিন বাকি আছে। এখনও থাকার জায়গা ঠিক করতে পারিনি ৷ ঢাকায় মেস ভাড়া করার সামর্থ্যও আমার নেই৷ কোথায় থেকে পরীক্ষা দেব বা পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা ভেবে পাচ্ছি না। আমাদের হল যদি পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় অনেক উপকার হয়।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আফরিনা আক্তার বলেন, পরীক্ষা শুরু হচ্ছে অথচ হল খুলবে না। আপাতত ঢাকায় এক আত্মীয়ের বাসায় আছি। মেসে সিট খুঁজতে হবে। সবকিছু মিলে ব্যাপক বিড়ম্বনা। শুধু পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

ইডেন মহিলা কলেজের আবাসিক হল খোলার বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, হল খোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। হলগুলোতে সংস্কার কাজ চলছে। আশা করছি শিগগিরই শেষ হবে। তবে অক্টোবর মাসের মধ্যেই হল খোলার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0061569213867188