২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা দৈনিক শিক্ষা

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিযে রাস্তা ছেড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটামে ছেড়েছেন সাইন্সল্যাব মোড়।

সোমবার (২১ অক্টোবর) দুপুরের পরে এই আলটিমেটাম দিয়ে সাইন্সল্যাব মোড় ত্যাগ করেন তারা।

শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আজকের মত আন্দোলন শেষ করছি। যদি এর মধ্যে দাবি মানা না হয় তাহলে আগামী বুধবার (২৩ অক্টোবর) আবারও আন্দোলনে নামবে বলেন জানান তারা।

এর আগে শিক্ষার্থীরা সিইন্সল্যাব মোড়ে অবস্থান নিলে সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচল করা যানবাহন ও পথচারীরা। 

দেখা গেছে, নীলক্ষেত মোড়ে দেড়শর মতো শিক্ষার্থী অবস্থান নিয়েছিলেন। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ যাত্রী ও চালকদের সাথে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন। 

শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

এর আগে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সকাল থেকেই ঢাকা কলেজে মূল ফটকে জড়ো হন। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে আসেন।