৩০ বছরেও সমাধান হয়নি জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির সঙ্কট - দৈনিকশিক্ষা

৩০ বছরেও সমাধান হয়নি জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির সঙ্কট

যশোর প্রতিনিধি |

যশোরের কেশবপুরে উত্তর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সঙ্কট নিরসনে সাড়ে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৩ রুম বিশিষ্ট একটি ভবন বরাদ্দ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া আর্সেনিক মুক্ত সুপেয় পানির কোন ব্যবস্থা না থাকায় যুগ যুগ ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, ১৯৯১ সালে উত্তর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে।

কক্ষ সঙ্কটের কারণে শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীর পাঠদান চলত বারান্দায়। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালাতে ৭টি রুমের প্রয়োজন থাকলেও ছিল ৩টি। একই রুমে চলতো ২টি শ্রেণীর পাঠদান। এ সমস্যা নিরসনে শিক্ষকদের বসার কোন ববস্থা না রেখে অপরিকল্পিতভাবে ৪ রুমের জায়গায় বরাদ্দ দেয়া হয় ৩ রুম বিশিষ্ট একটি ভবন। গত ২৭ মে থেকে ৫৬ লাখ ৬২ হাজার ৮শ’ ৩২ টাকা ব্যয়ে ভবনের নির্মাণ কাজ শুরু হয়। একই বছরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি আর্সেনিক মুক্ত গভীর নলকূপ বরাদ্দ দেয়া হয়। গত ২০ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ে ঠিকাদার গভীর নলকূপ বসাতে যায়। এলাকাবাসীর অভিযোগ, ৩ দিন কাজ করার পর অজ্ঞাত কারণে ঠিকাদার গভীর নলকূপ স্থাপন না করে যাবতীয় মালামাল নিয়ে চলে আসে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, তার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকদের ভাগ্য খারাপ। তা নাহলে ৪টি শ্রেণীকক্ষের জায়গায় কেন ৩টি হবে! গভীর নলকূপ বরাদ্দ হলেও কেন ঠিকাদার তা না বসিয়ে চলে গেল। ফলে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চলে আসা সমস্যার আজও সমাধান হলো না।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ওই বিদ্যালয়ের কক্ষ সঙ্কটের বিষয়ে তিনি অবগত আছেন। বরাদ্দের বাইরে তাদের করার কিছুই নেই। এছাড়া টিউবয়েল না পোতার খবর পেয়ে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান উপযুক্ত লেয়ার না পাওয়ায় ফিরে এসেছি।

উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহাঙ্গীর আলম বলেন, ঠিকাদার গভীর নলকূপ বসাতে গিয়েছিল। কিন্তু না বসিয়ে চলে আসার খবর জানি না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.020630836486816