এমপিওভুক্তির জন্য অর্থমন্ত্রীর কাছে যাবে সংসদীয় কমিটি - দৈনিকশিক্ষা

এমপিওভুক্তির জন্য অর্থমন্ত্রীর কাছে যাবে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে অর্থমন্ত্রীর সহায়তা চাইবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য কমিটির সদস্যরা শিগগিরই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

রোববার (৬ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আফছারুল আমিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়ন করার পর তিন বছরের বেশি সময় সেখানে না রাখার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া চাকরিজীবনে অনধিক তিনবার তবে সর্বমোট ছয় বছরের বেশি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত না থাকার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল বিকেন্দ্রীকরণের পর এমপিওভুক্তিতে দুর্নীতি ও নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির অর্থায়ন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। পরে কমিটি অর্থ সংস্থানে অর্থমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করার সিদ্ধান্ত নেয়।

জানতে চাইলে কমিটির সভাপতি আফছারুল আমিন বলেন, এমপিওভুক্তি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। তাঁরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

সভাপতি বলেন, দৈনিকশিক্ষায় প্রকাশিত এমপিওভুক্তিতে দুর্নীতির প্রতিবেদন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন কমিটিকে জানান, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আরও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।

কমিটির সদস্য আবুল কালাম আজাদ বলেন, তাঁরা বলেছেন, বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে। তারপরও সংকট আছে। তাই এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য স্থায়ী কমিটির সদস্যরা শিগগিরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন।

বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটির সদস্যরা প্রায় এক বছর আগে নতুন ভবন নির্মাণের জন্য ছয়টি মাদ্রাসাসহ ২৬টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিলেন। এখনো পর্যন্ত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

আবুল কালাম আজাদ বলেন, তাঁরা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন।

বৈঠকে সরকারি কলেজ শিক্ষকদের প্রসঙ্গে বলা হয়, সরকার জরুরি প্রয়োজনে যেকোনো শিক্ষককে অন্য কোনো দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়ন করতে পারবেন। তবে শিক্ষকরা তিন বছরের বেশি সময় সেখানে দায়িত্ব পালন করতে পারবেন না। তিন বছরের মধ্যেই তাদেরকে নিজ প্রতিষ্ঠানে ফিরতে হবে।

বৈঠকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং কারিগরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) বাস্তবায়নের হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ মো. আবদুল কুদ্দুস, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বৈঠকে উপস্থিত ছিলেন।

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! - dainik shiksha শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে - dainik shiksha সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে শিক্ষা প্রশাসনে বড় রদবদল - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় রদবদল আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি - dainik shiksha আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি প্রশ্নফাঁসে শিক্ষক চাই না - dainik shiksha প্রশ্নফাঁসে শিক্ষক চাই না please click here to view dainikshiksha website Execution time: 0.003284215927124