নতুন ভবন পাচ্ছে শেরপুরের ৩৩ প্রাথমিক বিদ্যালয় - Dainikshiksha

নতুন ভবন পাচ্ছে শেরপুরের ৩৩ প্রাথমিক বিদ্যালয়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি |

নতুন ভবন পাবার অপেক্ষায় রয়েছে বগুড়ার শেরপুর উপজেলার ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন ভবন নির্মাণের কাজ চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শেরপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে শেরপুর উপজেলায় ১৪ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু হয়। এর মধ্যে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। অপরদিকে ২০১৮-১৯ অর্থবছরে ১৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে নতুন করে শুরু হয় ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ। এর মধ্যে ১টি বিদ্যালয়ের কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলো নির্মাণের কাজ চলছে। এর মধ্যে নতুন জাতীয়করণ হওয়া ১১টি বিদ্যালয়ও রয়েছে। নতুন ভবনগুলো হস্তান্তর হলে বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সঙ্কট দূর হবে এবং শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশের সৃষ্টি হবে।

উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, প্রতিটি বিদ্যালয়ে ৪ থেকে ৫টি শ্রেণিকক্ষসহ বহুতল ভিত সম্পন্ন দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। তবে বিদ্যালয়ের শ্রেণিভেদে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ৮১ লাখ টাকা থেকে ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মাণ করছে। এগুলোর নির্মাণ কাজ যথাযথ তদারকি করা হচ্ছে।

যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে সেগুলো হলো- স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়দৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলনোথার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালসিমাটি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা শান্তিনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামারকান্দি পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারদুয়ারী নছিরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলজয়সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ংশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ররোয়া আরজিনা হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোমরপাথারিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশশিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভায়রা পালাসন সরকারি প্রাথমিক বিদ্যাালয়।

উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, ২০১৯ খ্রিষ্টাব্দের মধ্যেই নির্মাণধীন বিদ্যালয়ের নতুন ভবনগুলো হস্তান্তর করা হবে বলে আশা করি।

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0041899681091309