জাবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ছাত্রীর অভিনয় - দৈনিকশিক্ষা

জাবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ছাত্রীর অভিনয়

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী একই বিভাগের সহকারী অধ্যাপক ছানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। গত ১৯ সেপ্টেম্বর বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, শিক্ষক সিরাজের হয়রানিতে অতিষ্ঠ হয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছেন।

সে সময় ওই ছাত্রী গণমাধ্যমকে বলেন, নিপীড়ন সহ্য করতে না পেরে তিনি ২৬টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তবে সাভারের সুপার মেডিকেল হসপিটাল সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৪টার সময় ওই ছাত্রী মেডিকেলের আইসিইউতে ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তিনি সমস্যার বর্ণনা দিয়ে বলেন. পাঁচ ঘণ্টা আগে তিনি ২৬টি ঘুমের ট্যাবলেট খেয়েছেন। কিন্তু তার মেডিকেল রিপোর্ট বলছে তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেননি।

এই প্রতিবেদকের হাতে আসা মেডিকেল রিপোর্ট দেখে জাবি মেডিকেলের চিকিৎসক সামছুর রহমান লিটন বলেন, 'ওই মেয়ে যে সমস্যার কথা বলে আইসিইউতে ভর্তি হয়েছেন, তার কোনো প্রমাণ নেই মেডিকেল রিপোর্টে। কেউ ২৬টি ঘুমের ট্যাবলেট খেলে তার পালস, অক্সিজেন সার্কুলেশন অস্বাভাবিক হয়ে পড়বে। কিন্তু এই মেয়ের রিপোর্ট বলছে, তিনি একেবারেই স্বাভাবিক ছিলেন। এমনকি হাসপাতালে ভর্তির পর তার পাকস্থলী ওয়াশ করাতে রাজি হননি।

ওই ছাত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকার পরও কেন তাকে আইসিইউতে ভর্তি করা হয়- এমন প্রশ্নের জবাবে সাভারের সুপার মেডিকেল হসপিটালের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, 'আমরা তাকে বেডে অথবা কেবিনে ভর্তির পরামর্শ দিই। কিন্তু রোগী ও তার সঙ্গে আসা অভিভাবকরা তাকে আইসিইউতে রাখতে জোরাজুরি করেন। তাই আমরা তাকে আইসিইউতেই রাখি। এ ছাড়া আমরা তাকে রিলিজ করার পরও তিনি মেডিকেলে দুই দিন বেশি থেকেছেন।'

এ বিষয়ে জানতে ওই ছাত্রীকে পাঁচ দিন ধরে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার কাছের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ওই মেয়ে তাদের সঙ্গেও যোগযোগ বিচ্ছিন্ন রেখেছেন।

জটিলতায় কলেজ ভর্তি, আবেদন শুরু সন্ধ্যায় - dainik shiksha জটিলতায় কলেজ ভর্তি, আবেদন শুরু সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল: স্কুল সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশ - dainik shiksha ঘূর্ণিঝড় রেমাল: স্কুল সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশ দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা তারিখ নিয়ে দুই চিন্তা - dainik shiksha শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা তারিখ নিয়ে দুই চিন্তা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে ১৪ ঘণ্টা - dainik shiksha ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে ১৪ ঘণ্টা মোংলা নদীতে ৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি - dainik shiksha মোংলা নদীতে ৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল - dainik shiksha সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005295991897583